দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানির বেপরোয়া উৎপাদন প্রতিহতকরন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও আইইডিএস এর আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুপারিশ তুলে ধরেন আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম কবীর।
তিনি সংবাদ সম্মেলনে বিদেশি দুটি তামাক কোম্পানির মাধ্যমে সারাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং আইন সংশোধনের প্রক্রিয়ায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তুলে ধরে ৮টি সুপারিশ উল্লেখ করেন। সেগুলো হলো-দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষা এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে কোড অব কন্ডাক্ট গ্রহন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান,আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর এস.এম কামরুল হাসান জনি, ওয়াইডব্লিউসিএ বিরিশিরি শাখার সাধারণ সম্পাদক লুদিয়া রুমা সাংমা, দুর্গাপুর এনজিও পরিষদের সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক, সেরা‘র ম্যানেজার জি.এম. নজরুল ইসলাম প্রমুখ।