কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর ৩ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের পৌনে চার কেজি স্বর্ণসহ ২জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার ২৩ সেপ্টেম্বর বিকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
শুক্রবার সন্ধ্যায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসিন আলম এর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কের আল- আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে এস আই মোঃ মামুনুর রশীদ ও সঙ্গীয় ফোর্স যাত্রীবাহী একটি সিএনজি থেকে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ৭টি স্বর্ণের বার জব্দ করে । যার ওজন ৩শ ৫৪ ভরি ৬ আনা ৫ রতি।
আটককৃতরা হলেন – চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।
অভিযানের উপস্থিত সদর মডেল থানা অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম জানান, আটককৃতদের সাথে ৭টি স্বর্ণের পাওয়া গেছে এই চক্রটির সাথে আরো কারা জড়িত আছে সেই লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।