কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের হাজিগন্জ উপজেলার কাঁলচো (দঃ) ইউনিয়নের গ্রামীণ সড়কের পাশে চোখে পড়ে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। গ্রামের মানুষের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে ওই ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি । চিকিৎসা সেবার মান উন্নয়নে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ওই পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে দীর্ঘদিন যাবত মেডিকেল অফিসার ও ফার্মাসিস্ট এর পদ শূন্য থাকার পরও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ শাহিদুল ইসলাম। সেবা গ্রহীতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসা সেবায় পেয়ে খুশি রোগী ও তাদের সাথে আশা পরিবারের লোকজনদের।
ওই ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটিতে চিকিৎসা সেবা নিতে আসা প্রতিদিন গড়ে ৮০ / ৯০ জন সকল বয়সী রোগীরা। রোগীদেরকে দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে সরকারি ওষুধপত্রাদি। সেবা নিতে একাধিক রোগীদের সাথে আলাপ কালে এ প্রতিনিধি কে জানান, ভালো চিকিৎসা সেবা পেয়ে থাকেন, তবে রোগীর তুলনায় সরকারি ওষুধ কম সরবরাহ থাকায় বাইরের ওষুধের দোকান থেকেও ওষুধ কিনতে হচ্ছে চিকিৎসা সেবা প্রাপ্তি কিছু কিছু রোগীদের।
স্বাস্থ্য কেন্দ্রটি সূত্রে জানা যায়, প্যারাসিটামল ট্যাবলেট ২ হাজার, চুলকানির ট্যাবলেট ১ বক্স, কাশির ঔষুধ সহ অনান্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষুধ সমূহ রোগীর তুলনায় অনেকাংশে কম সরবরাহ থাকায় সকল রোগীদের ফুল কোস’ ঔষুধ দেওয়া সম্ভব হয়ে উঠেনা। সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সুব্যবস্থা থাকায় ওই স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটিতে চিকিৎসা সেবা নিতে আসা সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে।
অপর দিকে ওই পরিবার পরিকল্পনা কেন্দ্রটি আধুনিক মানের একটি ক্লিনিক হিসেবে গড়ে উঠায় প্রত্যন্ত গ্রামের মহিলাদের সম্পূর্ণ বিনা খরচে প্রসুতিদের ডেলিভারির প্রসূতি সেবা।