রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় ক্রমশ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
এছাড়া বানারীপাড়া থেকে সরাসরি বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়েও অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। গড়ে প্রতিদিন ৭-৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শিশু রোগীও রয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়. ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন । এদের মধ্যে মাত্র একজন নারী রোগী মশারী টাঙ্গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। বাকীরা গরমের অজুহাত দেখিয়ে মশারী ছাড়া রয়েছেন। ফলে ওইসব রোগীদের মাধ্যমে সাধারণ অন্য রোগীদের মাঝে মশাবাহিত এ ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, বানারীপাড়ায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও তা এখন পর্যন্ত উদ্বেগজনক নয়। রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে বলেন, মশাবাহিত এ রোগ ব্যপকভাবে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
এদিকে বানারীপাড়া পৌর শহরে কালেভদ্রে মশক নিধনে স্প্রে করতে দেখা গেলেও ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে না করায় এডিস মশা সৃষ্টি হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে পারে।