বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় পূর্ব মলুহার গ্রামে রহস্যজনক অগ্নিকান্ডে মানিক মিয়া নামের এক ব্যক্তির টিন কাঠের দোতলা বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে, উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের মানিক মিয়া স্থানীয় মলুহার ইসলামিয়া ফাজিল মাদরাসার ডিগ্রী নুরানী শাখার সহকারি শিক্ষক সাইফুল ইসলামের কাছে গ্রামের বাড়ির ওই ঘর ভাড়া দিয়ে সপরিবারে বরিশাল শহরে বসবাস করেন।
২৮ অক্টোবর শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘরে আগুন লাগলে ভাড়াটিয়া সাইফুল ইসলাম ও তার স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। এ সময় তিনি স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে ঘর থেকে দ্রুত বের হয়ে ডাক চিৎকার দিলে পরিবার ও পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ৯৯৯-এ ফোন দেন ও সন্ধ্যা নদী পাড় হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে বিলম্ব হবে ভেবে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে বানারীপাড়া পৌর শহর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় মুহুর্তে ঘরে থাকা মালিক ও ভাড়াটিয়ার সকল আসবাবপত্রসহ বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে এর সঙ্গে কোন দুর্বৃত্তায়নের যোগসূত্র রয়েছে কিনা তা বের করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
এ ব্যপারে রবিবার ভাড়াটিয়া সাইফুল ইসলাম বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য এর আগে কয়েক বছর পূর্বে মানিক মিয়ার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ মেরে ফেলে ছিলো দুর্বৃত্তরা। সেই ঘটনায় প্রতিবেশী সুভাষ ও তার শ্যালকের সংশ্লিষ্টতায় শালিস বৈঠকে তাদের জরিমানা করা হয়েছিল।