সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) বেলা ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরগুনার আয়োজনে , বরগুনা শিল্পকলা একাডেমী হলরুমে, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি , সাবেক মন্ত্রী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি , বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুস সালাম , জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব , বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
বক্তব্য শেষে সাগরে মাছ ধরতে গিয়ে মারা যাওয়া জেলে পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।