এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেজয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার। বিশেষ অদিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, আমতলী সদর ইউনিয়নের চেয়ারমান মো. মোতাহার উদ্দিন মৃধ, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধ এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, চাওরা ইউনিয়নের জেলে ছোবাহান মোল্লা ও ঝিনুকে মুক্তা চাষী আরজান মোল্লা প্রমুখ।
সভা শেষে আমতলী উপজেলা পরিষদের পুকুর মাছের পোণা অবমুক্ত করেন অতিথিরা।