এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সামনে রেখে আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সপ্তাহের প্রথম দিনে সংবাদ সম্মেলনে লিখিত কর্মসূচী ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী প্রেসক্লাবে সভাপতি খারুল বাশার বুলবুল সম্পাদক মনিরুজ্জামান সুমন সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো,জাকির হোসেন আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম নাসির মাহমুদ আমতলী রিপোটর্স ইউনিটির সভাপতি হায়তুজ্জামান মিরজ সিনিয়র সাংবাদিক মো কামাল তালুকদার আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো, জয়নুল আবেদীন সাবেক সম্পাদক কাজী হোসেন আলী আমতলী উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক মো,সজীব আহম্মদ, ও মো, সাইদুর রহমান, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি সুমন রশিদ, চ্যানেল আমতলীর সম্পাদক মো, বাবু প্রমূখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, মৎস্য চাষী / ব্যক্তি / উদ্যোক্তা / প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান।
উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান। পুকুরের মাটি ও পানি পরীক্ষা। সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ। ৩০ জুলাই উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।