সোহরাব ,বরগুনা সংবাদদাতাঃ
সরকারের উন্নয়নের প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়ামের সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার দক্ষিন জনপদ নিয়ে টেকসই উন্নয়নও পাথরঘাটা-বামনা-বেতাগী নিয়ে স্মার্ট পরিকল্পনা প্রচারে রবিবার ২৩ জুলাই ২০২৩ ইং বেতাগী উপজেলার বিবিচিনি , ডিসির হাট, জোবখালি, রানীপুর বাজারে “স্মার্ট বরগুনা -২ আমার অঙ্গীকার “ এই শ্লোগান নিয়ে প্রতিটি বাজারে স্থানীয় ব্যবসায়ী, জেলে , আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচনী ইশতিয়ারে তিনি বলেন বেতাগীর ,বামনা , পাথরঘাটার জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করা, প্রতিটি ইউনিয়নের কাচা রাস্তা পাকাকরণ , ব্রিজ-কালভার্ট নির্মাণ, ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ, বিনোদন কেন্দ্ৰ, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাকা ভবন নেই সেখানে আধুনিক ভবন নির্মাণ করা । প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার, আধুনিক লাইব্রেরি ও ডিজিটাল ল্যাব স্থাপন, নারীর ক্ষমতায়নকে আরও সুসংহত করে নারীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত রূপকল্প ২০৪১ অনুযায়ী নারীর শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ডাটা মনিটরিং ও গবেষণা সেল গড়ে তোলা হবে। এ অঞ্চলের ভূমিদস্যু নির্মূল করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে বরগুনা ২ আসন বিপুল ভোটে বিজয়ী হয়ে তাকে উপহার দেবেন এবং স্মার্ট বরগুনা-২ করার যে স্বপ্ন তিনি তা বাস্তবায়ন করবেন। তিনি বলেন দল যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন জানান যুবলীগ কেন্দ্রীয় নেতা।