জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে আক্কেলপুর উপজেলার কেচির মোড় এলাকা হতে অভিনব কায়দায় খালি পিকআপে ফিটিং অবস্থায় গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকলমী গ্রামের ইউনুস আলীর ছেলে ইব্রাহিম খলিল(৫৩) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম(২৫)।
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত এই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত। একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে নিয়ে কয়েকটি জেলায় বিক্রির পর জয়পুরহাটের আক্কেলপুরের কেচের মোড় এলাকায় বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিকআপের বডির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।