রনি আকন্দ,কালাই প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের মো.দবির উদ্দিন শাহ’র ছেলে মো.শাহাজান শাহ (৫০) তার ডান পায়ে টিউমার অপারেশন করার পর সেখান থেকে ক্যান্সারের রুপ ধারন করেছে এবং শাহাজান শাহ স্ত্রী মাবিয়া বেগম (৪৩) সে দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস হয়ে বিছানায় মানবিক জীবন যাপন করছেন। অর্থের অভাবে শাহাজানের অপারেশন করতে না পারায় ধুঁকে ধুঁকে মৃত্যুর পথে এগোচ্ছে। দ্রুত তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সময়মত তার পায়ের অপারেশন করতে না পারলে বেঁচে থাকার সম্ভাবনা কম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে থাকায় পরিবারের অন্য সদস্যদের না খেয়ে দিন পার করতে হচ্ছে। এমন অবস্থায় স্বামী-স্ত্রীর ব্যায়বহুল চিকিৎসা করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ছেলে ও ছেলের বৌকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছে শাহাজান শাহ’র বাবা ।
শাহাজান ২০২২ সালের এপ্রির মাসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে টিউমার অপারেশন করেন। গত (১৯ জুলাই) জয়পুরহাট পদ্মা ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে ডা.মফিউর রহমান’র কাছে চিকিৎসা চিকিৎসার জন্য নিয়ে গেলে। সেখানে তাকে দ্রুত উচ্চতর চিকিৎসার জন্য ঢাকা মহাখালি টিউমার হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
স্বামী-স্ত্রীর চিকিৎসা বাবদ টাকা খরচ করে সব হারিয়ে এখন নিঃশ্ব। জায়গা, জমি, ঘর, বাড়ি বলতে তেমন কিছুই নেই ঝুপড়ি ঘড়ে কোনমতে থাকে। অভাবের সংসারে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। সুস্থ থাকা কালীন সময়ে সে ভ্যান চালাতো। তার উপার্জনের টাকায় চলতো পরিবার। তিনি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। জীবন বাঁচার তাগিদে চক্ষুলজ্জা অপেক্ষা করে মানুষের কাছে থেকে সাহায্য-সহযোগীতা নিয়ে কোনমতে ঔষধ খায়। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা এমনকি ঠিকমতো তিনবেলা খাবারও জোটেনা কোন কোন দিন। শাহাজানের টিউমার থেকে ক্যান্সার ও তার স্ত্রী মাবিয়ার প্যারালাইসিস হয়ে যাওয়ার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আর্থিক অভাব অনটনে সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। ছেলের চিকিৎসার জন্য বৃদ্ধ বাবা দিশেহারা। টিউমার থেকে ক্যান্সার রুপ নেওয়াই চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছে শাহাজানের বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানা: নগদ, বিকাশ পার্সোনাল নং ০১৭২৯-৬৬১০৭১