
সোহরাব,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বহুল আলোচিত কলেজছাত্র অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন গাজী বরগুনার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতে পলাতক ছিলেন। সম্প্রতি গোপনে দেশে ফিরে আত্মগোপনে থাকলেও পুলিশের প্রযুক্তি-ভিত্তিক তৎপরতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ওসি জগলুল হাসান জানান, সদর থানার এএসআই আবুল বাশারের নেতৃত্বে একটি চৌকস টিম প্রযুক্তির সহায়তায় তাকে ফকিরহাট এলাকা থেকে আটক করে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা শহরের শহীদ স্মৃতি সড়কে অনিককে কোমল পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে পরে ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর অনিকের বাবার কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। হত্যার ১৮ দিন পর পুরাতন সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে অনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ৭ আগস্ট সালাউদ্দিন গাজীকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন পর আমার ছেলের হত্যাকারীকে গ্রেপ্তার করতে পেরে আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। আমি চাই, তার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হোক।
আজ গ্রেপ্তারকৃত সালাউদ্দিন গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।