এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, র্যালী, আলোচনা সভা, ও বিশেষ দোয়া মোনাজাত।
সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলেচনাসভা শেষে বিশেষ দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নেতৃত্বে ও সভাপতিত্বে র্যালী এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন সানু, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, সহ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, কৃষকলীগের সম্পাদক ও আওয়াশীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অশোক কুমার মজুমদার, যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে পৌরসভা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার মা। তিনি দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ এবং দল আজ শক্তিশালী।
তিনি বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে এই দেশ পরিচালনার ভার থাকবে ততদিন এই দেশ নিরাপদ থাকবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ার ফলে দক্ষিনা ল বাসী আজ জননেত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ।
সর্বশেষে মাওলানা ভাষানী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।