বরগুনা সংবাদদাতাঃ
বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পৌর মহিলা কাউন্সিলর কে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। আহত কাউন্সিলর ফরিদা ইয়াসমিন চরপাড়া, আমতলী পৌরসভার মৃতঃ মজনু মৃধার স্ত্রী।
গতকাল রাত অনুমান সাড়ে আটটার দিকে আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চরপাড়া সাকিনে এ ঘটনা ঘটে। মারধর ও শ্লীলতাহানি চেষ্টার স্বীকার হওয়া ভুক্তভোগী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন বলেন, মৃতঃ সেকান্দার হাওলাদারের ভূমিদস্যু ছেলে আবুল কালাম আজাদ , মোঃ মতির ছেলে রুবেল হাওলাদার , শাহ আলম এর ছেলে আবু নেছার , আলম হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, চাঁন মিয়া চৌকিদার এর ছেলে জাকির চৌকিদার , আবুল কালাম আজাদ এর স্ত্রী তানিয়া বেগমদের সাথে পূর্ব হইতেই জমিজমা নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ি আমার বাসার পিছনে আমার নামে বন্দোবস্তকৃত জমিতে একখানা ঘর তুলি।
উক্ত ঘর তোলার পর হইতেই ক্ষিপ্ত হইয়া ঘর ভাঙ্গিয়া ফালানোর পায়তারা করে। ঘটনার দিন দাও, শাবল, বাশের লাঠি সোটা সহ ঘর ভাঙ্গার ষড়জামাদি নিয়া আমার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করিয়া উত্তোলনকৃত চৌচালা ঘর কোপাইয়া, পিটাইয়া ও ভাংচুর করিয়া ফালাইয়া দেয়। এতে অনুমান ২,৫০,০০০/- টাকার ক্ষতি সাধণ করে।
আমি প্রতিবাদ করিলে অভিযুক্তরা লাঠি সোটা দিয়া এলোপাতারী ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। তখন আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে তাহাদেরকেও এলোপাতারী ভাবে মারধর করিয়া গুরুতর আহত করে । একপর্যায় আমার বসত ঘর ও আমার মেয়ের বসত ঘরে প্রবেশ করিয়া আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান ৩০,০০০/- টাকার ক্ষতি করে। আলমীরার ড্রয়ারে থাকা নগদ ৬,৮০,০০০/- টাকা সহ স্বর্ণ অলংকার নিয়া যায়। আমার অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন আমতলী উপজেল কমপ্লেক্সে ভর্তি করে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, মহিলা কাউন্সিলর এর বসতঘর ভাঙচুর করার সময় , তিনি বাধা দিলে তাকে ও তার মেয়েদেরকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরিহিত কাপড় চোপড় টানাটানি করে শ্লীলতাহানির করে। এতেও তারা ক্ষান্ত হয়নি পুনরায় কাউন্সিলর ফরিদা ইয়াসমিনের বসতঘরে প্রবেশ করিয়া ঘরের প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে যায়। আমরা গিয়ে মারামারি বন্ধ করি। আমরা সময়মত না গেলে হয়তো এখানে হত্যার মত ঘটনা ঘটতে পারতো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে অভিযুক্ত দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।