মোঃ সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জুন সকাল দশটায় বাংলাদেশ শিক্ষক সমিত বরগুনা জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মূল সড়কে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বরগুনা জেলার সকল মাধ্যমিক শিক্ষকরা।
মানববন্ধন শেষে এক দফা এক দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এর দাবিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল করেন তারা। এ মানববন্ধনে সকল উপজেলার মাধ্যমিক শিক্ষকরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন শতবর্ষের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দীর্ঘ সময় ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। সম্প্রতি ২০ মার্চ, ২০২৩ জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানানো হয়। যাতে বর্তমান বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষনাসহ পর্যাপ্ত অর্থ বরাদ থাকে। কিন্তু পরিতাপের বিষয় বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি উপেক্ষিত হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি, বরং বিগত বাজেটের চেয়েও বরাদ্দ কমানো হয়েছে।
এমতাবস্থায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন জানান তারা।