দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
“তামাক নয়,খাদ্য ফলান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজীব রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. উসমান গনি তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, প্রভাষক আঃ রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশ-পাশে কোন অবস্থাতেই পান-সিগারেটের দোকান নয়, এছাড়া তামাক চাষ না করে, ওই জায়গায় অন্যান্য বৃক্ষ রোপন করে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।