অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিয়েভে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে বিমান হামলার সাইরেনও বেজে উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সন্দেহভাজন রুশ ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে গুলি করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে পড়ছিল। তাই, স্থানীয় বাসিন্দাদের জানালা থেকে দূরে থাকতে সতর্ক করে বার্তা দেয় ইউক্রেন সরকার।
নগরীর মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের চিড়িয়াখানা ও কেন্দ্রীয় জেলাগুলোতে কিছু রকেটের ধ্বংসাবশেষ পড়েছে। সেই সঙ্গে কিছু মানুষ আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছেন, জটিল প্রকৃতির আক্রমণ ছিল এগুলো, যা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়। আগের হামলাগুলোর চেয়ে এটি (নতুন হামলা) অনেকটা ব্যতিক্রম ধর্মী ছিল।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, এই হামলায় “স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র” ব্যবহার করা হয়েছে।
প্রাথমিক তথ্যানুসারে, কিয়েভের আকাশসীমায় শত্রুর লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই সনাক্ত এবং ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। সূত্র: বিবিসি