মোঃ সোহরাব হোসেন,বরগুনাঃ
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কমিটি ও সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে পৌর ও কলেজ ছাত্রলীগের একাংশ।শুক্রবার সন্ধা ৭টার দিকে পাথরঘাটা কলেজ থেকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে রাসেল স্কয়ার হয়ে সদর রোড প্রদক্ষিন করে আবারো রাসেল স্কয়ারে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
এর আগে গত ১১ মে তারিখ চরদুয়ানী ও কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন ছাত্রলীগের একাংশ।
এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল রাব্বি, মো: আব্দুল্লাহ আল মারজান, পাথরঘাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নাইম, কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সবুজ হাওলাদার, সাধারণ সম্পাদক মো: রুম্মান হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সিকদার বাবু প্রমুখ।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে ভাবমূর্তি নষ্ট করছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী এবং সম্পাদক আহমেদ সুজন। তারা দলীয় কোনো প্রোগ্রামই ঠিক মতো পালন করছে না। তাছাড়া তারা নিজেরাই মেয়াদ উত্তীর্ণ কমিটির লোক, তারাই কিভাবে চরদুয়ানী এবং কালমেঘা ইউনিয়ন কমিটিকে মেয়াদ উত্তীর্ণ কমিটি বলে বিলুপ্ত ঘোষণা করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কী জানান, চরদুয়ানী ও কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এতে একটি অংশ ক্ষুব্ধ হয়ে মিছিল করেছে।
কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান আমাদেরকে কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কমিটি বিলুপ্ত করেছে। এবং যে অভিযোগ আমার নামে হয়েছে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে তারপরও তারা এহনো সিদ্ধান্ত নিয়েছে যেটা পাথরঘাটার উপজেলা ছাত্রলীগের সকল স্তরের কর্মীরা প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।