ময়মনসিংহ প্রতিনিধিঃ
গতকাল ১১ মে বৃহষ্পতিবার সকালে কোতোয়ালী মডেল থানার পৃথক দুটি অভিযানে নগরীর পৃথক পৃথক স্থান থেকে ০২ জন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তাদের একজন কোতোয়ালী মডেল থানাধীন ও অন্যজন হালুয়াঘাট থানাধীন।
এসআই (নিঃ) মাসুদ জামালী ও এসআই (নিঃ) কামরুল হাসানের নেতৃত্বে থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি টিম ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পৃথক দু’টি স্থান থেকে ০২ আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয়বাংলা চত্বরের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১জন মাদক ব্যবসায়ী ও ২৮নং ওয়ার্ড আকুয়া দক্ষিন পাড়া ওয়ারলেস গেইট অভিযান চালিয়ে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ময়মনাসিংহ মডেল থানা পুলিশ।
জয়বাংলা চত্বরের সামনে গ্রেফতার হয়েছে দিপক রায় (৫৫), পিতামৃত-দিগেন্দ্র রায়, মাতামৃত-আরতি রানী রায়, সাং-মনিকুড়া, ০২নং ওয়ার্ড, ইউপি-মনিকুড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ। সে দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা / জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। তাহার নিকট হতে ০৮(আট) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আকুয়া দক্ষিন পাড়া ওয়ারলেস গেইট থেকে গ্রেফতার হয়েছে মো. আলাল (৫৫), পিতামৃত-কিতাব আলী, মাতা-মেহেরুন খাতুন, সাং-আকুয়া দক্ষিন পাড়া, ওয়ারলেস গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। তাহার নিকট হতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেও দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে।
দু’জনেরই আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।