এরশাদ আলী,আদমদীঘিঃ
বগুড়া-নওগাঁ মহাসড়কে পিকআপ কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহি পিতাপুত্রের।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৯টায় বগুড়ার আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের নিকট। নিহত মোটরসাইকেল আরোহি আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক উপজেলা লক্ষীকোল গ্রামের মাও: জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)।
পুলিশ মরদেহ উদ্ধার ও পিকআপ কাভার্ড ভ্যান আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, গত শনিবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক মাও: জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি মাদরাসায় আসার সময় বেলা সাড়ে ৯টায় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ম-১১-৬৭৮৬ নম্বর স্টেডফাস্ট নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহি পিতাপুত্র ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিতা লোকমান আলী নিহত ও আদমদীঘি হাসপাতালে নেয়ার পর পুত্র শিক্ষক জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, ঘটনাস্থল থেকে কার্ভাড ভ্যানগাড়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।