নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ২০১৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
এ সময় উপজেলা পরিসংখ্যান অফিসার ও তদারকী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ও কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবগুলো পরীক্ষার কেন্দ্রে কোন অনিয়ম ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে।