এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার সাবেক ৫২ নং ও বর্তমান ৩৪ নং উওর টিয়াখালী মৌজার ভূমি জরিপ অনিয়ম বিরুদ্ধে মানব বন্ধন ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে আমতলী ভূমি জরিপ অফিসের সামনে ও দ্বিতীয় দফায় আমতলী উপজেলা পরিষদ কার্যালয়ে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো,জালাল উদ্দিন মৃধা, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মো, আমিনুল মৃধা, মো, ফিরোজ মাস্টার, মো,আঃ রাজ্জাক মাস্টার, ইউনিয়ন যুব দলের সভাপতি ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউ, পি সদস্য মো, সোহেল খান, পৌর যুবদলের আহবায়ক মো, জাকির হোসেন প্রমূখ।
বক্তৃতারা বলেন,ভুমি জরিপ অফিসে কোন নিয়মকে ধোয়াক্কা না করে টাকার বিনিময়ে প্রকৃত মালিককে বঞ্চিত করে অন্য লোকদের নামে নামজারি করে দেয়,বক্তব্যরা ভুমি জরিপ বন্ধের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে স্বারক লিপি প্রদান করেন।