এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের পাকা আউশ ধান কে কেন্দ্র করে ৮ ই সেপ্টেম্বর দৈনিক ভোরের ডাক, দৈনিক প্রথম বাংলা সহ কয়কটি পএিকায় হারভেস্টার মেশিন প্রবেশে বাধা পাকা আউশ ধান নিয়ে বিপাকে কৃষক শিরো নামে যে সংবাদ টি প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদ টি আমার দৃষ্টিতে পরেছে, এলাকার কিছু কুচক্রি মহল সংবাদিক কে ভুল বুঝিয়ে ভূল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত করাইয়াছে। উক্ত সংবাদ টি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি মো. ফিরোজ মৃধা, আঠারগাছিয়া ইউনিয়ন যুব দলের যুগ্ন আহবায়ক, ও মাসুদ মৃধা, শাহ নেয়াজ, আলা উদ্দিন আমরা কেউ এ ঘটনার সাথে জড়িত নহে, আমরা সবাই এলাকার আত্মীয় স্বজন ভূল বোঝাবুঝি কারনে এমনটা হয়েছে, বিষয়টি এলাকায় বসেই এটার সমাধান হয়েছে।
মো, ফিরোজ মৃধা
যুগ্ন আহবায়ক
আঠারগাছিয়া ইউনিয়ন, যুব দল।