
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বিএনপির উদ্যোগে শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ই আগস্ট বুধবার দিনব্যাপী আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের বান্দ্রা বাজার, খলিয়ান বাজর, ফকির বাড়ী স্ট্যান্ড, আকন বাড়ীর স্ট্যান্ড, খেয়াঘাট বাজার,মানিক ঝুড়ি স্ট্যান্ডের শান্তি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ত্যাগী নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো জালাল উদ্দিন ফকির, প্রধান অতিথি বক্তব্যে মো, জালাল উদ্দিন ফকির বলেন স্বৈরাচার শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। তাই দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের সবাই কে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন, আএশ, ধ্বংসত্ব মূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান। শান্তি সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল সহ অ্ঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।