রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ
দুই হাতে গ্লোভস। হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের মেঝের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করছেন উপজেলা ছাত্রলীগ নেতা। সঙ্গে আছেন আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মীরা। পুরো হাসপাতালে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার এক কর্মযজ্ঞ। এতে নেতৃত্ব দেন কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও কালাই পৌরসভার ২নং ওয়ার্ড কাইন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ।
গতকাল শক্রবার (১৭ মে) সকাল থেকে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। এ অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। ছাত্রলীগের এ কার্যক্রমে হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা মুগ্ধ হয়েছেন।
এর আগে গত সোমবার (১৩ মে) আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখে নিজেই হাসপাতাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সকালে তিনি নেতা-কর্মীদের নিয়ে হাসপাতালে এসে পরিচ্ছন্নতার কাজ করেন। হুইপের এমন কর্মকান্ডে উদবুদ্ধ হয়ে কালাই উপজেলা ছাত্রলীগ হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
হাসপাতালে সেবা নিতে আসা প্রত্যক্ষ কয়েকজন জানান, শক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। নেতা-কর্মীরাও তাঁর সঙ্গে যোগ দেন। ব্লিচিং পাউডার, স্যাভলন ও পানি দিয়ে মেঝে ও দেয়াল ধুয়ে দেন।
আবদুল্লা, শুভ, সুমন, ছনিসহ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীরা বলেন, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি নিজ হাতে আক্কেলপুর হাসপাতাল পরিস্কার করেছেন এবং তাঁরই এমন কর্মকান্ডে উদবুদ্ধ হয়ে আমরা কালাই উপজেলা ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কালাই হাসপাতাল পরিস্কার করেছি।
কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ বলেন, মানুষ চিকিৎসা ও সুস্থতার জন্য হাসপাতালে আসেন। কিন্তু সেই হাসপাতাল যদি নোংরা পরিবেশে থাকে মানুষ আরও বেশি অসুস্থ হবে। আমার নিজ উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এটি চলমান থাকবে।