রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মিনফুজুর রহমান মিলন পেয়েছেন ৪২ হাজার ৪৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ডী আনারস প্রতীক নিয়ে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ হাজার ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো.গোলাম মোস্তফা। তাঁর নিকটতম প্রতিদ্বন্ডী মো.ছানোয়ার হোসেন টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী মোছা. মেরিনা খাতুন মেরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্ডী মোছা. মরিয়ম নেছা কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট।
কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর বেগম জানান, কালাই উপজেলায় ১ লাখ ২২ হাজার ৭৩৬ ভোটের মধ্যে ৮৩ হাজার ৬৯৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা চেয়ারম্যান পদে মো.মিনফুজুর রহমান মিলন, ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মেরিনা খাতুন মেরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৭টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও কালাই থানা পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, আনসার সদস্যদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।