কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৪ সবজি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে রবিবার ১০ মার্চ শহরের বিপনিবাগ বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারি পরিচালক মোঃ নূর হোসেন রুবেল।
মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছেমত দামে বিক্রির অপরাধে জসিম স্টোরকে ৫ হাজার টাকা, মন্টু মাঝির দোকান ৫ হাজার টাকা, জুনায়েদ স্টোর ৫ হাজার টাকা ও বিল্লাল চৌধুরীর সবজি দোকানী কে ৫ হাজার টাকা জরিমানা করেন। ৪ জন সবজি ব্যবসায়ীকে মোট ২০ হাজার জরিমানা করা হয়।
সহকারি পরিচালক নূর হোসেন রুবেল বলেন , মূল্য তালিকা প্রদর্শন না করলে এবং ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য এ সামঞ্জস্যতা না থাকলে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বেশি রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযানে সহযোগিতায়: ছিলেন সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।