কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৌরবী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১১ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১২ ফেব্রুয়ারি বিকালে জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া চর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত জব্দকৃত এক্সকেভেটর, পন্টুন ও বাল্কহেড চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন হেফাজতে কয়লা ঘাটে রাখার নিদের্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজুল হক জানান, এরআগে রোববার রাতে চাঁদপুর কোস্ট গার্ড চরভৌরবি এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ওইসময় ১১ শ্রমিক আটকসহ ১ টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১ টি পন্টুন জব্দ করা হয়।