কাজী নজরুল ইসলাম,চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বসতঘরের টয়লেট থেকে মমতাজ আক্তার রিক্তা (৩৫) নামে এক নারী বিউটিশিয়ানের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামে নিহতের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মমতাজ দুবাই প্রবাসী রাকিবুল ইসলামের স্ত্রী ও একই বাড়ির এমদাদ হোসেন বেপারীর মেয়ে। তিনি তার বাবার বাড়িতে থাকতেন এবং স্থানীয় বাজারে বিউটি পার্লারের ব্যবসা পরিচালনা করতেন।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পরিবারের লোকজন নিহতের ঘরে প্রবেশ করে রক্ত দেখতে পায়। খবর পেয়ে আশেপাশের লোকজনরা ছুটে আসেন। এ সময় তারা মমতাজের মরদেহ ঘরের টয়লেটে কম্বল পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদের উদ্ধার করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মণ্ডল বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মমতাজ বেগমের লাশ উদ্ধার করা হয়। ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।