সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার, বেতাগী উপজেলার, বুড়া মজুমদার ইউনিয়নের, কাউনিয়া গ্রামে জমি বিরোধ কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়ে অসহায় কৃষকের জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিচ্ছে প্রতিপক্ষরা এমন অভিযোগ উঠেছে এক পক্ষে নেতৃত্ব দেওয়া একই উপজেলার একই ইউনিয়নের কাউনিয়া গ্রামের মাসুদ মোল্লা, দুলাল মোল্লা, নেছার মোল্লা, আবু বক্কর, আলমগীর তালুকদার, সাত্তার তালুকদার, পারভিন আক্তার ওরফে বুলবুল মাস্টার, পারভিন বেগমদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে আনুমানিক বেলা এগারোটায়।
ভুক্তভোগী কৃষক বেতাগী উপজেলার, বুড়া মজুমদার ইউনিয়নের, কাউনিয়া গ্রামের, ৫নং ওয়ার্ড এর মৃতঃ মেছের গাজীর ছেলে মোঃ রাসেক গাজী ।
রাসেক গাজী বলেন আমার তফসিল অনুযায়ী জেএল নং- ৪৫ কাউনিয়া মৌজা, খতিয়ান নং-৩৯৫ ও ২৭৭ দাগ নং-২৭৬ ও অন্যান্য দাগের জমিতে আমার রোপিত ধান ক্ষেতে বর্গাচাষিরা ধান কাটতে গেলে বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, ছ্যানা, বগিদা, লেজা, চল, হাতুড়ী, লাঠিসোটা, দেশিও দাও ও বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতের মত আমার বর্গাচাষিদের উপর অতর্কিত হামলা করে। আমার চাষীদের কাটা ধান জোড় পূর্বক দলবদ্ধভাবে নিয়ে যায়। চাষিদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। আমি দূর থেকে হত্যা এড়াতে তাৎক্ষনিক ভাবে ৯৯৯ এ ফোন দেই এবং ঘটনাটি জানাই তারা কী ব্যাবস্থা নিয়েছেন তা আমি আর জানতে পরি নাই। স্থানীয় আরো অনেক লোক একত্রিত হয়ে সন্ত্রাসীদের স্থান ত্যাগ করতে বাধ্য করেন।
তিনি বলেন একজন মহিলা প্রাইমারি শিক্ষক হয়ে কিভাবে অস্ত্র হাতে নিয়ে অসহায় কৃষকদের কাটা ধান নিয়ে গেল, তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চান।