কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন ( ২৮) ও ইমাম হোসেন মিয়াজী ( ২১)।
রোববার ১৪ জানুয়ারি দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় চারজনকে আসামী করে শাহরাস্তি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীরা হলো যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও আব্দুল কাদির (২০)।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, শনিবার ১৩ জানুয়ারি রাতে শাহরাস্তি বেরনাইয়া বাজার থেকে রঘুরামপুর ব্রীজ সংলগ্নে এই ঘটনা ঘটে। চার যুবক ওই ভিক্ষুককে অটোরিক্সা থেকে নামিয়ে স্থানীয় শাহআলমের নির্মানাধীন একতলা বিল্ডিংয়ের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পুলিশ খবর দেয়। পরে ওই ভিক্ষুককে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীর মেডিকেল পরিক্ষার জন্য জেলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।