কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
বিয়ের আট বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন চাঁদপুরের প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ। প্রসবের সময়েই এক নবজাতককে মৃত পাওয়া গেছে। বাকি চারজনকে ঢামেকের নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুদের মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমা হকের নেতৃত্বে একদল চিকিৎসকের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে নবজাতকদের জন্ম হয়। গৃহবধূ রুমা আক্তার চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের শহীদ মোল্লার স্ত্রী।
ডা. নাজমা হক জানান, রবিবার দিবাগত রাতে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন রুমা আক্তার। সকাল তাকে লেবার রুমে নেওয়া হয়। সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম সন্তান নরমাল ডেলিভারিতে জন্ম হয়। পরে একে একে পাঁচ নবজাতকের জন্ম হয়।
প্রসূতির বোন আয়েশা আক্তার মুক্তা বলেন, রুমার স্বামী মো. শহিদ সৌদি আরব প্রবাসী। আট বছর বিয়ে হলেও কোনো সন্তান হচ্ছিল না তাদের। অনেক জায়গায় চিকিৎসা করার পর তিনি গর্ভধারণ করেন। তবে তিন মাসের মাথায় পরীক্ষা করে জানা যায় রুমার পেটে চার সন্তান রয়েছে। ভোরে ব্যথা অনুভব হওয়ায় দ্রুত ঢামেকে নিয়ে আসি। সকালে নরমাল ডেলিভারিতে পাঁচ নবজাতকের জন্ম হয়। এর মধ্যে একজনকে মৃত পাওয়া যায়।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “নবজাতকরা অপরিপক্ক হওয়ায় তৎক্ষণিক তাদের এনআইসিইউ প্রয়োজন হয়। আমরা দ্রুত তাদের জন্য সেই ব্যবস্থা করেছি। আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, করা হবে।