
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র নং-১৫৪ এবং আরপাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং-১৫৬। ২টি ভোট কেন্দ্রে শুক্রবার রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার এস,আই,দাউদ-উল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল যায় এবং রাতেই স্থানীয়দের সহযোগীতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা গনমাধ্যম’কে জানান, শুক্রবার রাত ১০ টা থেকে পোনে ১১ টার মধ্য ২টি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রএলাকার বসতঃবাড়ীর লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
আজ(৬,জানুয়ারি) শনিবার সকালে মধ্য আরপাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে স্থানীয় চৌকিদার দূর্বৃত্তদের ব্যাবহ্রত একটি জ্যাকেট এবং চামড়ার জুতা উদ্বার করেছে বলে জানা গেছে।