কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত শনিবার (৯ই ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস -২০২৩ পালিত হয়েছে।
গত শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ১১ টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিজয়ী জয়ীতাদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ নারী জয়িতা ” দের মাঝে এবার সম্মাননায় ভূষিত হলেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৭,৮ ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মহিলা ইউপি সদস্য, সমাজ সেবিকা নার্গিস আক্তার।
সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা রেনু দাস। বিশেষ অতিথি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা আক্তার নাজনীন।
এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য জয়িতা বিজয়ীগণ, শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।