সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
বিজয় দিবস উপলক্ষে বরগুনা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শনিবার সকাল ৭ টায় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আবদুস সালাম,
এরপর বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য , জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনের নৌকার মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান,জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক স্বপন সহ আরো অনেকে।
পরে জেলা আইনজীবী সমিতি, বরগুনা প্রেসক্লাব , সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি , বাংলাদেশ সাংবাদিক ক্লাব বরগুনা , জাতীয় সাংবাদিক সংস্থা বরগুনা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতি স্তম্ভ উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মার্চ পাস্ট ও মনোজ্ঞ কুজকাওয়াজ । এতে অংশ গ্রহণ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীবৃন্দ। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।