বরগুনা প্রতিনিধিঃ
জলবায়ুর ন্যায্যতা ও বরগুনার তালতলী উপজেলায় নির্মিত তাপবিদ্যূৎ কেন্দ্রের জন এবং পরিবেশগত ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির দাবীতে আজ (৯ ডিসেম্বর)শনিবার ওয়াটারকিপার্স এর উদ্দোগে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুস্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মোঃ হাসানুর রহমান ,ওয়াটারকিপার্স সমন্ময়ক মুশফিক আরিফ,সাংবাদিক আবু জাফর সালেহ, মাহবুব অভি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু’র পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা বেশী ঝুঁকির মধ্য। আর বরগুনা জেলা রয়েছে প্রথম ধাপে।
বরগুনার তালতলীতে সরকারের সহযোগিতায় বেশী সরকারী উদ্দোগে নির্মিত তাপবিদ্যূৎ কেন্দ্র পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।সবুজ বন ধ্বংস হয়ে বন্যপ্রাণী হারিয়ে যাবে। বর্জ্যের কারনে ইতোমধ্যে বুড়ীশ্বর নদীর প্রবাহ কমে মৎস্য সম্পদ হারিয়ে গেছে।
মানববন্ধন শেষে বরগুনা প্রেসক্লাব চত্তর থেকে বালিয়াতলী ইউনিয়নে বুড়ীশ্বর নদীর দক্ষিন প্রান্তে লতাকাটা পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সচেতনতা মূলক সাইকেল রেলীর উদ্ভোধন করেন , পাবলিক পলিসি ফোরামের আহবায়ক , প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্ময়ক মোঃ হাসানুর রহমান।