কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা, ১টি মিনি পিকআপ গাড়ি, ২টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল সেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
বুধবার ২২ নভেম্বর বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেনঃ নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো: সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো: আনারুল হক (৩০)।
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন এর নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্ট গার্ড সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টীম সদর উপজেলার হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে রাস্তার উপর মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), ১টি মিনি পিকআপ গাড়ি, ২টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।