ষ্টাফ রিপোর্টারঃ
২০০৭ সালের ১৫ নভেম্বর বরগুনার উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলংয়কারী ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন সিডর দিবস স্মরণে বরগুনা প্রেসক্লাবের উদ্দোগে আজ(১৫,নভেম্বর) নিহতদের গনকবরে শ্রদ্ধা নিবেদন, স্মরন সভা ও দোয়া অনুষ্টানের আয়োজন করা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর বরগুনাসহ উপকূলের জনপথ লণ্ডভণ্ড করে দিয়ে সুপার সাইক্লোন সিডর কেড়ে নেয় ১৫ শ’ মানুষের জীবন।নিঁখোজ হয় ২ শতাধিক। কোটিকোটি টাকার সম্পদের ক্ষতি হয়। কয়েশ মিটার বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয় বসতঃবাড়ী ও ফসলী জমি।
সকাল সাড়ে ৯ টায় বরগুনার গর্জনবুনিয়া সিডরে নিহতদের গনকবরে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম মিয়া, বরগুনা প্রেসক্লাব, নলটোনা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠন।
প্রেসক্লাব সভাপতি আ্যাড়ঃ সঞ্জীব দাসের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিম মিয়া, সাংবাদিক মোঃ হাসানুর রহমান, মনির হোসেন কামাল উন্নয়ন সহযোগি সংগঠন জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, ইউপি সদস্য কাওসার মিয়া, সংগ্রামের উপ-পরিচালক আশ্রাফুল ইসলাম, নিহত পরিবার সদস্য মোঃ সোহেল।
বরগুনার আমতলী, তালতলী ও পাথরঘাটায় স্মরন সভা শেষে নিহতদের স্মরণে দোয়া অনুষ্টিত হয়।