এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে শনিবার সন্ধ্যায় সুষ্ঠভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহরের পুরাতন বাজারের শশ্মানে এ দিপাবলী অনুষ্ঠিত হয়েছে। দিপাবলী উপলক্ষে সন্ধ্যা থেকেই মৃতের স্বজনরা শ্মশানে মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপের আলোয় প্রজ্বলিত করায় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।
দিপাবলী উপলক্ষে শ্মশান কালী পূজা উৎযাপন কমিটি এক আলোচনা সভার আয়োজন করে। শ্রী গৌরাঙ্গ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিপাবলীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বাবু রনজিৎ, সদস্য ঘোটন পাল, আমতলীর সিনিয়র সাংবাদিক ও সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ধীরাজ কুমার বিশ্বাস ও বিকাশ পাল প্রমুখ।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান বলেন, শ্মাশন ঘাট, দুর্গা মন্দির, কালিমন্দির, ৭নং ওয়ার্ডের মন্দির, আখরাবাড়ীসহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সকল উপশানালয়ের উন্নয় করে সেখানে তাদের অবাধ চলাচল নিশ্চিতের জন্য আমি সবসময় কাজ করেছি। তাদের প্রতিতিটি ধর্মীয় কাজে আমি ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতাসহ উন্নয়ন করেছি। আমার এ সহযোগিতার ধারা সব সময় অব্যাহত থাকবে।