সোহরাব,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, সচেতনেতা বৃদ্ধিমূলক সভা, দূর্যোগকালীন মহড়া ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদিক্ষণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। সেখানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহেরের সভাপত্বিতে সচেতনেতা বৃদ্ধিমূলক সভা ও দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।
সচেতনেতা বৃদ্ধিমূলক সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, ওয়ার্ড সিপিপি সেচ্ছাসেবক প্রধান মোঃ আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান, সাংবাদিক মোঃ জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ ও মোঃ আবু সাইদ খোকন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান।
র্যালী ও সচেতনেতা বৃদ্ধিমূলক সভায় জনপ্রতিনিধি, সিপিপি’র নারী-পুরুষ স্বেচ্ছাসেবকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিসে কর্মী ও ওয়ার্ড ভিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।