কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুর সরকারি মাহিলা কলেজের ল্যাব সহকারী ফাতেমা আক্তার শিল্পী তার নিজ বাবাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । এ ভিডিও প্রকাশের পর পরই তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
রবিবার ৮ অক্টোবর দুপুরে প্রেস ব্রিপিং এর মাধ্যমে কলেজ থেকে সাময়িক বরখাস্ত করেছে ওই ল্যাব সহকারী ফাতেমা আক্তার শিল্পী কে।
প্রেস ব্রিপিং এ কলেজ কর্তৃপক্ষ উল্লেখ করেন ভিডিওটিতে দেখা যায়, ফাতেমা আক্তার শিল্পীকে অনেকেই কলেজের শিক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। মূলত সে মাস্টার রোলের একজন কর্মচারী এবং ল্যাব এসিসটেন্ট পদে কর্মরত। সে কলেজের শিক্ষা সংক্রান্ত কোন কাজের সাথে সম্পৃক্ত নয়।
ভিডিওটিতে প্রচারিত ঘটমাটি একান্তই তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এ বিষয়টি বর্তমানে আইনের আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এমতাবস্থায় কলেজ প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে। তারপরও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অধিকতর অবগতির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্তের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।