কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য উপযুক্ত শিক্ষক, শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জে এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ অক্টোবর দিবসটি পালন উপলক্ষে রেলি আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রেলি শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) মিলন চক্রবর্তী প্রমুখ।বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মোঃ ফরিদ আহমেদ।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে আমি সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আশা আকাঙ্ক্ষা পূরণ করে যাচ্ছেন।