সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীন উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা ” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ২০২৩ ) বিকাল তিনটায় জেলা পুলিশ বরগুনার আয়োজনে, বরগুনা পুলিশ লাইনস ড্রিল সেড হল রুমে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোজাম্মেল হোসেন রেজা এর সভাপতিত্বে, দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস সালাম, বিশেষ অতিথি সাইদ নাসিরুল্লাহ পিপিএম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সিটিটিসি ডিএমপি ঢাকা। মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) বরগুনা ।
সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এ্যাড. সোহেল হাফিজ, চ্যানেল আই এর প্রতিনিধি মো: হাসানুর রহমান ঝন্টু, রিপোর্টার ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, এশিয়া টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম,অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সহ জেলার প্রতিটি ইউনিয়নের চৌকিদার ও পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।