নিজেস্ব প্রতিবেদকঃ
বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এর কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় “হারানো মোবাইল উদ্ধার” কার্যক্রম আরো বেগবান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর তত্বাবধায়নে এসআই (নিঃ) মোঃ মামুন এর প্রচেষ্টার মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিক মোসাঃ তসলিমা বেগম , পিতা- আনোয়ার মাঝি , সাং- চরপাড়া, ছোটবগী ইউপি, থানা- তালতলী, জেলা- বরগুনা কে বুঝিয়ে দেয়া হয়। এবং এসআই (নিঃ) মোঃ রাকিব হোসাইন এর প্রচেষ্টার মাধ্যমে হারানো মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিক মোঃ কামাল হোসেন (২৪) , পিতা- আলম মিয়া , সাং- ঠংপাড়া, থানা- তালতলী, জেলা- বরগুনা কে বুঝিয়ে দেয়া হয়।
এ সময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনগুলি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং মোবাইল ফেরত পেয়ে তারা অনেক খুশি হয়ে তারা পুলিশ সুপার ও তালতলী থানা পুলিশকে ধন্যবাদ জানান।