কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের রান্নাবান্না করায় দুুই ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার ৬ আগষ্ট দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আফিয়া ওয়াসিমা ফার্মেসিকে চার হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না করায় ক্যাফে শাহাদাতকে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার একটি চৌকস টীম।