বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী আঞ্চলিক মহাসড়কের বেতাগী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার উত্তরে আল্লাহ-রাসুল ভাস্কর্যের উত্তর পাশে টমটম উল্টে চালক হাসান হাওলাদার (১৬) নিহত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় চালক হাসান হাওলাদারকে (১৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান হাওলাদার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টু হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, টমটম চালক হাসান নিয়ামতি বাজারের পাইকারি দোকান থেকে মালামাল কিনে বেতাগীর উদ্দেশে রওনা দেয়।আল্লাহ-রাসুল ভাস্কর্যের কাছে পৌঁছে তিনি টমটমের নিয়ন্ত্রণ হারায়। চালক হাসান গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সে গাড়িটি বেপরোয়া ভাবে চালাচ্ছিল। কিছুদিনের মধ্যে অভিযান চালিয়ে এসব গাড়ি চালানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।