সোহরাব বরগুনা সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এবং বরগুনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার তার এই দক্ষিন জনপদ নিয়ে টেকসই উন্নয়ন ও পাথরঘাটা-বামনা-বেতাগী নিয়ে স্মার্ট পরিকল্পনা প্রচারে সারাদিন বেতাগী উপজেলা, কাজিরাবাদ এবং সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
এ সময় তিনি নির্বাচনী ইশতেহারে বলেন বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা। স্থানীয় জেলেদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সমুদ্র থেকে নিরাপদে মৎস্য আহরণ এবং উপযুক্ত মূল্যে বিক্রয় নিশ্চিত করা হবে। প্রয়োজনে মৎস্য গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করে থাইল্যান্ড, মালদ্বীপের মত দক্ষ ও যুগপোযোগীভাবে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জেলেদের প্রস্তুত করা হবে। বরগুনা-২ এর প্রতিটি ঘরে অন্তত একজনের কর্মসংস্থানের লক্ষ্যে আমি তিন রকমের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। স্মার্ট উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র , দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল সেন্টার নির্মাণ করা হবে। বিনামূল্যে তরুণ তরুণীদের কম্পিউটারে দক্ষ করে তোলার লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সের ব্যবস্থা থাকবে এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই আয় করার পদ্ধতি শেখানো হবে। ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার প্রশিক্ষণ কেন্দ্র , বিশ্বায়নের এ যুগে নিজেকে আধুনিক ও প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সার্টিফিকেশন কোর্সে অংশগ্রহণ করা জরুরি। জাভা, ওরাকল, ওয়ার্ডপ্রেস কিংবা সি-গ্লাস এর পাশাপাশি কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহারের মতো মেজর সার্টিফিকেশন কোর্সগুলো করতে প্রয়োজন উন্নত প্ৰশিক্ষণ সেন্টার ও প্রশিক্ষক। আমাদের নিজস্ব ডিজিটাল সেন্টারের মাধ্যমে বরগুনা-২ এ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং এফিলিয়েশন প্রক্রিয়ায় যুক্ত হয়ে বিশ্ববাজারে স্মার্ট মানবসম্পদের নেটওয়ার্ক তৈরি করা হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণ করে এ বিপ্লবের সুবিধা গ্রহণের জন্য যুবকদের আইসিটি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য। সরকারি ও বেসরকারি চাকুরি প্রস্তুতি কেন্দ্র নির্মাণ চাকুরি প্রার্থীদের সঠিক দিক-নির্দেশনা ও প্রস্তুতি গ্রহণের জন্য স্বতন্ত্র চাকুরি প্রস্তুতি কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে প্রশিক্ষিত ও বিশেষায়িত শিক্ষকরা শিক্ষার্থীদের সহায়তা করবেন , ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনা ইন্টারনেট হটস্পট প্রকল্প , বরগুনা-২ আসনের জনগণের কাছে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বেতাগী-বামনা-পাথরঘাটার ২০টি ইউনিয়নের ২৫টি বড়ো বাজারকে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে। এতে ব্যবসায়ী ও তরুণ সমাজ সহজেই ইন্টারনেট ব্যবহার করে বিশ্ব বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে পারবেন। বরগুনা-২ বাসীর নাগরিক সুবিধা সহজলভ্য করতে তাঁদের প্রতিদিনের অভিযোগ, অনুযোগ ও দ্রুত সমস্যা নিরসনে তৈরি করা হবে স্মাট বরগুনা অ্যাপ। এই অ্যাপের আওতায় সকল নাগরিক তাঁদের মৌলিক সমস্যার কথা জানাতে পারবেন ও তার সমাধান প্রক্রিয়াটি ট্র্যাক করতে পারবেন। এ অ্যাপে থাকবে বরগুনা-২ মার্কেটপ্লেস যেখানে ক্ষুদ্র, মাঝারি ও বড়ো ব্যবসায়ী বা কৃষকরা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে যে কেউ ভবিষ্যত বরগুনা-২ বিনির্মাণে নিজেদের মতামত ও উপদেশ প্রদান করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের হিসাব নিকাশ সহজ করতে ব্যবসার ডিজিটালাইজেশন এবং ক্রেতা-ব্যবসায়ীর সরাসরি যোগাযোগ স্থাপনের জন্যে ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি করা হবে। স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে চলছে সরকারি স্বাস্থ্যসেবা ১৬২৬তা জাতীয় এ সেবার পাশাপাশি, কেবল বরগুনা-২ আসনের জনগণের জন্য বিশেষায়িত চিকিৎসকদের তত্ত্বাবধানে চালু করা হবে বিশেষ টেলিমেডিসিন সার্ভিস। জাতীয় স্বাস্থ্যসেবার মতোই বরগুনা-২ আসনের যে কেউ যেকোন সময় একটি কল করলেই বিনামূলো পাবেন প্রাথমিক টেলিমেডিসিন চিকিৎসা পরামর্শ। সরকারি-বেসরকারি চিকিৎসা সেবার বাইরেও আমরা বছরের বিশেষ কিছু সময়ে উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে চালু করবো মেডিক্যাল হেলথ ক্যাম্প প্রকল্প। এ প্রকল্পের আওতায় চিকিৎসা গ্রহীতাদের কাছে দেওয়া হবে স্মার্ট হেলথ কার্ড, যার মাধ্যমে চিকিৎসা গ্রহীতারা পরবর্তীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ এবং স্থানীয় হেলথ কেয়ার সেন্টারে বিশেষ সুবিধায় সেবা নিতে পারবেন ।বেতাগী-বামনা-পাথরঘাটার মধ্যবর্তী সুবিধাজনক স্থানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালগুলোর আধুনিকায়ন করা হবে। অবহেলিত কাকচিড়ার মাঝের চরে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে।
ঐতিহাসিক ইকো ট্যুরিজম স্পট হরিণঘাটাকে ট্যুরিজম মার্কেটিংয়ের মাধ্যমে দেশ বিদেশের ভ্রমণপিপাসুদের কাছে নতুনভাবে তুলে ধরা হবে। সুন্দরবন দর্শনের সুযোগ থাকায় হরিণঘাটাতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটবে এবং পর্যটনবান্ধব নতুন ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। বিষখালি নদীর উপর ব্রিজ নির্মাণ করে বরগুনা, বেতাগীর সাথে বামনা ও পাথরঘাটার জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজতর করা হবে। বরগুনা-২ এর প্রতিটি ইউনিয়নের কাচা রাস্তা পাকাকরণ ও প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট নির্মাণ করে যোগাযাগব্যবস্থা উন্নত করা হবে। নদী ভাঙ্গনের কবলে অবহেলিত বেতাগী-বামনা পাথরঘাটার বিষখালি, বলেশ্বর ও সমুদ্র তীরবর্তী সকল ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা এবং তীরবর্তী স্থানে সবুজায়ন প্রকল্প ও বিনোদন কেন্দ্ৰ গড়ে তোলা। অবহেলিত কাকচিড়ার মাঝের চরে একটি সরকারি প্রাইমারি স্কুল নির্মাণ করা হবে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাকা ভবন নেই সেখানে আধুনিক ভবন নির্মাণ করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার, আধুনিক লাইব্রেরি ও ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বরগুনা-২ আসনে নারীর ক্ষমতায়নকে আরও সুসংহত করে নারীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রদত্ত রূপকল্প ২০৪১ অনুযায়ী নারীর শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রস্তাবগুলো ইতোমধ্যেই গ্রহণ করে নিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণের হার নামিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুসরণ করছে বিভিন্ন দেশ। ভূ-অবস্থানের কারণেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেতাগী-বামনা-পাথরঘাটার সমন্বয়ে বরগুনা-২ আসনটি গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখানে ডাটা মনিটরিং ও গবেষণা সেল গড়ে তোলা হবে।
বেতাগী-বামনা-পাথরঘাটা অঞ্চলের ভূমিদস্যু নির্মূল করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।