নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় দেশের প্রসিদ্ধ কোম্পানির নকল ও নিম্ন মানের বৈদ্যুতিক তার, এনার্জি বাল্ব, হোল্ডার, সকেট এবং মাল্টিপ্লাগসহ বিভিন্ন প্রকারের নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রীতে বাজার সয়লাব হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে পল্লী বিদ্যুতের এক সময়ের অনুমোদিত একশ্রেণীর ডিলার এসব পণ্য সামগ্রী সাধারণ মানুষের কাছে বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় এসব নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রী বিক্রিতে তারা বেশি আগ্রহী হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত নিম্ন মানের এসব পণ্য সামগ্রীর বিক্রি বাড়ছে। এসব বৈদ্যুতিক পণ্য সামগ্রী আসল ? নকল ? না ? নিম্ন মানের সেটা বোঝার মতা নাই সাধারণ মানুষের। সাধারণ মানুষের এই সরলতার সুযোগ কাজে লাগিয়ে এসব ব্যবসায়ীরা নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রী বেশি দামে তাদের কাছে বিক্রি করছে।
এসব নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রী কিনে ক্রেতারা একদিকে যেমন অর্থনৈতিক ভাবে তিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তেমনি বৈদ্যুতিক (সর্টসার্কিট) দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও লাইনম্যানগণ আর্থিক সুবিধা (কমিশন) পওয়ার আশায় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের এসব নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রী কিনতে বাধ্য করছেন। গ্রাহকগণ বিদ্যুতের যে কোনো সমস্যা নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয়ে গেলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা নিদ্রিষ্ট (ডিলার) দোকানে তাদের পাঠিয়ে দিচ্ছেন। তাদের নির্দেশনা মোতাবেক নিদ্রিষ্ট দোকান থেকে বিদ্যুৎ সামগ্রী না কিনলে সময় মতো কাজ না করা, অহেতুক ক্রটি দেখানো ও বিভিন্ন কৌশলে গ্রাহককে হয়রানি করা হচ্ছে। ফলে গ্রাহকগণ তাদের মনোনিত দোকান থেকে অতিরিক্ত মূল্য দিয়ে নিম্ন মানের বৈদ্যুতিক পণ্য সামগ্রী কিনতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
এসব ব্যবসায়ীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তা-বর্মচারীদের দেয়া কমিশনের টাকা আদায়ের জন্য গ্রাহকের কাছে নিম্ন মানের সামগ্রী দিয়ে উচ্চ মূল্য দাম নিচ্ছেন। তাহেরপুর পৌরসভায় বিষয়টি ওপেন সিক্রেট হলেও যেনো দেখার কেউ নেই। এলাকায় এসব নকল ও নিম্ন মানের ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রি করেন বলে এলাকায় ব্যাপক প্রচার রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকার ইলেক্ট্রনিক্স দোকান গুলোতে ভ্রাম্যমান আদালতের ম্যাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এসব অনিয়ম বহুলাংশে হ্রাস পাবে।