এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র আজ বরিবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে গত বৃহস্পতিবার রাতে পায়রা বন্দর জেটিতে এসে ভিড়ে।
দিনরাত মিলে দ্রুত গতিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। আর এ কয়লা খালাসের মধ্যদিয়ে সচল হচ্ছে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের (৬৬০ মেগাওয়াটের) দুটি ইউনিটের ১টি চালু হতে যাচ্ছে।
আজ রবিবার ভোররাতেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে যাবে। দেশে লোড সেডিং কমে যাবে। স্বস্তি ফিরে আসবে জনজীবনে। এর আগে গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।