ইমাম বিমান,ঝালকাঠিঃ
ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজা সহ আটক করে জেলা গোয়ান্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানাযায়, ২০ জুন মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান ( ওসি ডিবি ) এর নেতৃত্বে ঝালকাঠি পৌরসভাধীন কৃষ্ণকাঠি এলাকায় গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় কৃষ্ণকাঠি তালুকদার ট্রেড এজেন্সি ফিলিং ষ্টেশন এর সম্মূখ মহাসড়কের উত্তর পাশে হইতে ১৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাজা সহ মোঃ রাকিব তালুকদার ওরফে সজল (২০) কে আটক করে।
মোঃ রাকিব তালুকদার ওরফে সজল ঝালকাঠি জেলার বীরকাঠি গ্রামের মোঃ ছোহরাব তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা পক্রিয়াধীন বলে জানাযায়।